1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masumasian :
  3. [email protected] : News Editing : News Editing
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট এর সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৫ বার পঠিত হয়েছে

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা।

 

 

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে তারা।

 

 

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত তিন মাসের বেতন ও বোনাস না দিয়ে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে বেশ কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। পরে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে তারা বেতন পরিশোধের আশ্বাস দেয় কিন্তু এর পরেও তারা কোনো সমাধান করেনি।

 

 

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

 

 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, অবরোধের বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টির সমাধানে আলোচনা চলছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews