1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masum Talukder : Masum Talukder
  3. [email protected] : Masumasian :
  4. [email protected] : News Editing : News Editing
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক
  • আপডেট এর সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পঠিত হয়েছে

প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর উদ্যোগে অদ্য ১৯ অক্টোবর ২০২৪ইং রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনে সহকারি শিক্ষকদের জন্য ১২তম গ্রেডের, সহকারি প্রধান শিক্ষক ১১তম এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখান করে সহকারি শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়েছেন।

 

মানববন্ধনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নেতৃবৃন্দ এও বিশ^াস করেন সংস্কারের ধারাবাহিকতায় তাঁর হাত ধরে সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি আদায় হবে।

 

২০০৯ সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি। প্রাথমিক শিক্ষকদের সহকারি শিক্ষক হিসেবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে। তাছাড়া প্রধান শিক্ষকদেরও বিভাগীয় পদোন্নতি ব্লক করে রাখা হয়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে পদোন্নতি প্রদানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

 

আগামী ৩০ নভেম্বর ২০২৪ এর মধ্যে দাবি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আনোয়ারুল হক তোতা, শাহীনুর আকতার, আনিসুর রহমান, আসমা খানম, আব্দুল হক, মিজানুর রহমান, মো. মোজাম্মেল হোসেন, মো. আনোয়ার উল্লাহ, মো. নুরে আলম সিদ্দিকী রবিউল, মো. আমিনুল হক, গাজীউল হক চৌধুরী, টি.এম জাকির হোসেন, গাজী সালাউদ্দিন, রবিউল আওয়াল, মো. জাহাঙ্গীর, আহসান হাবিব, মো. মাসুদ প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন শামীমা ইয়াসমিন, তায়েজুল ইসলাম, রবিউল ইসলাম, ওয়াদুদ ভূইয়া, আল ইসলাম, মাহবুব রহমান, আশিষ কুমার, মাহমুদা আকতার, আতাউর রহমান, সুনীল চন্দ্র দেবনাথ, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews