নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দেব না।
তিনি বলেন, দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না।
মঙ্গলবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে মুন্না এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
দলের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না বলে নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন মুন্না। তিনি বলেন, কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না।
যুবদল সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।