1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masumasian :
  3. [email protected] : News Editing : News Editing
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশষ সংবাদ:

আইডিয়াল স্কুল এন্ড কলেজে সহোদর কোটায় ১০০% ভর্তি নিশ্চিত করার দাবিতে অভিভাবকদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট এর সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার পঠিত হয়েছে

আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল এর শিক্ষার্থীদের মহোদর-সহদোরা ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা।

শনিবার ( ১২ অক্টোবর ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন করেন।

 

মানববন্ধনে অভিভাবকরা বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যার দিক দিয়ে ঘনবসতীপূর্ণ শহর হওয়ায় যানজট লেগেই থাকে। তাছাড়া অভিভবকদের কর্মব্যস্ততা,অর্থনৈতিক ব্যয় ও মায়েদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত করা বেশ কষ্টকর। এছাড়া আইডিয়াল স্কুলের মতো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠানের অতীত ও চলমান সুনাম বৃদ্ধির প্রয়োজনে ও শিক্ষার্থীদের মেধাবী এবং ভালো ফলাফল করার স্বার্থে তাদের (ভাই-বোনদের) সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি নিশ্চয়তার দাবি জানান অভিভাবকরা।

তাঁরা আরও বলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ১০০% সহোদর কোটায় ভর্তি নিয়ে নেয়। কিন্তু আইডিয়াল স্কুলে ২%, ৫% ভর্তি দেখালেও আদৌ নেওয়া হচ্ছে না। তাঁরা ২%, ৫% নয়, ১০০% ভর্তির দাবি জানায় এবং দুই প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে হয়রানির শিকার হতে চায় না কেউ।

 

অভিভাবকরা শিক্ষা উপদেষ্টা,স্কুলের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অভিভাবকদের মধ্য বক্তব্য রাখেন টি এইচ এম জাহাঙ্গীর,ইফতেখার আলম,নাহিদা সুলতানা মুন্নী,আফরোজা আক্তার আশা,মোস্তাফিকুর রহমান,এ কে এম হাবিবুর রহমান,মো:উসমান গণি,জাকির হোসেন মজুমদার,গোলাম মোহাম্মদ,মোহাম্মদ আলমগীর,মাসুদুর রহমান,শামসুদ্দোহা মাসুদ,আখতারুজ্জামান রেজা,আয়েশা আক্তার,মোহসেনা আখতার রেখা,জিহাদুজ্জামান,মুন্নী আখার ও মোহাম্মদ আব্দুস সালাম।

আগামী ২০ অক্টোবর একই দাবিতে আইডিয়াল স্কুল অন্যান্ড কলেজ মতিঝিলের সামনে মানববন্ধন হবে বলে জানিয়েছেন অভিভাবকরা।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews