বাগেরহাটের রামপাল ভাগা এলাকার একটি ভাড়া বাড়ীর ট্রাংক এর মধ্য থেকে দুইটি ওয়ান শ্যূটারগান,ছয় রাউন্ড গুলি সহ খুলনার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার চার আসামী সহ ৫ জনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। ১০ অক্টোবর দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। ০৯ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যা৭ টার দিকে ফয়লা বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ফয়লা বাজারের গরুরহাট থেকে খুলনার মহেশ্বরপাশা এলাকার মোঃ আলমগীর কবির।মোঃ আসিফ মোল্লা। মোঃ রায়হান ইসলাম ও ইমন হালদারকে দুটি মোটরসাইকেল ও পাচটি স্মার্ট ফোন সহ সন্দেহজনকভাবে আটক করে ফয়লা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাগা এলাকার সাইফুল ইসলামের ভাড়া করা বাসায় তাদের রক্ষিত অস্ত্র ও গুলি রয়েছে।পরবর্তীতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস এর নেতৃত্বে আটককৃতদের স্বীকারোক্তি মতো অভিযান চালিয়ে পুলিশ ওই ভাড়া বাসার একটি কক্ষের টিনের ট্রাংক এ কালো ব্যাগে লুকানো দুটি খুলে রাখা পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। পরে আটককৃতদের মধ্যে একজন খুলে রাখা অস্ত্র দুটিকে জুড়ে দেয়। এসময়ে বাড়ির মালিক সাইফুল ইসলামকেও আটক করে। পরবর্তীতে ব্যাপক তথ্য অনুসন্ধানে জানা যায় তারা খুলনার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার আসামী।আইনগত ব্যবস্হা প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।