স্বামী ও দুই পুত্রকে রেখে প্রেমের টানে সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে গেলেন এক ভারতীয় গৃহবধূ। অভিযোগ উঠেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশির প্রেমের টানে ওই গৃহবধূ ভারত ছেড়েছে । এদিকে স্ত্রীর সন্ধান দিতে পারলে মোটা অংকের অর্থের পুরস্কারও ঘোষণা করেছেন অভিযুক্ত ওই নারীর স্বামী। এ ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের লালগোলায়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম সাগর শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।
ওই গৃহবধূর পরিবারের দাবি, বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছিলেন সাগর। চেন্নাইয়ে কাজ করতেন। ফেসবুকে ওই গৃহবধূর সঙ্গে আলাপ হয় তাঁর। নিয়মিত কথা হয় দুজনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে এবং শেষে প্রেম।
ভুক্তভোগীর স্বামী আলমগীর বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন বাংলাদেশের সাগর। আমি জানার পর শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম। তার পরে হঠাৎ ও বাড়ি থেকে পালিয়ে গেল।’ জানান, স্ত্রীর খোঁজ দিতে পারলে, তাঁকে ১ লাখ রুপি পুরস্কার দেবেন। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সপ্তর্ষি ভট্টাচার্য।