1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৯ মে সহিংসতা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন আবেদনের বিষয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ জারি করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ লাহোর হাই কোর্টের (এলএইচসি) দেওয়া জামিন প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে ইমরানের দাখিল করা একাধিক আবেদনের শুনানি শুরু করে।

শুনানিতে প্রধান বিচারপতি আফ্রিদি বলেন, জামিন আবেদনের সঙ্গে কিছু পর্যবেক্ষণ সংযুক্ত করা হয়েছে, তবে আদালত আপাতত সেগুলো সঠিক কি না সে বিষয়ে মন্তব্য করবে না এবং মামলার আইনি দিকও এখনই পর্যালোচনা করবে না। তিনি জানান, আজকের শুনানিতে আদালত কেবল নোটিশ জারি করছে, কারণ এই পর্যায়ে আইনি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করলে মামলার যে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রধান বিচারপতি আরও প্রশ্ন তোলেন— জামিন আবেদনে কি চূড়ান্ত পর্যবেক্ষণ দেওয়া যায়? তিনি উভয় পক্ষের আইনজীবীদের পরবর্তী শুনানিতে আইনি প্রশ্নগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ ১৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। তিনি পাকিস্তানের সংবিধানের ১৮৫(৩) অনুচ্ছেদের অধীনে আপিলের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

আবেদনে ইমরান খান ১২ মে ২০২৩ তারিখে দায়ের হওয়া এফআইআর নম্বর ১০৩/২০২৩-এর মামলায় (দণ্ডবিধির ধারা ৩২৪, ৩৯৫, ৪৩৬, ৪২৭, ২৯০, ২৯১, ১৪৮, ১৪৯, ৩৩৭এল(ii), ৩৪, ১০৯, ১২০-বি, ১২১, ১২১এ, ১৩১, ১৪৬, ১৫৩, ১৫৩-এ, ১৫৩-বি, ৫০৫ এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা) জামিন চান। মামলাটি লাহোরের সারওয়ার রোড থানায় দায়ের হয়েছিল।

এর আগে, চলতি বছরের ২৪ জুন লাহোর হাই কোর্ট তার জামিন আবেদন খারিজ করে জানায়, অভিযোগগুলো ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার ‘প্রতিষেধাজ্ঞামূলক বিধান’-এর মধ্যে পড়ে এবং আসামিপক্ষ পর্যাপ্ত যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে, যা মামলাটিকে ‘আরও তদন্তযোগ্য’ পর্যায়ে নিতে পারে।

আদালত আরও বলে, ইমরানের মামলা অন্যান্য আসামিদের মামলার সঙ্গে তুলনীয় নয়।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews