অনলাইন ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে ভারতের কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০। আহত হয়েছেন অন্তত ৩০০ যাত্রী।
শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওডিশার বালাসোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’
লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স (এনডিআরএফ)। ধ্বংসস্তূপের মধ্য থেকে যাত্রীদের বের করে আনতে তাদের সাহায্য করছেন এনডিআরএফের স্থানীয় প্রতিনিধিরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD