নিজস্ব প্রতিবেদক – মেহেরপুর সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার ( ৪ ফেব্রুয়ারি ) দুপুরে নগরীর আমঝুপি খেলার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল , সভাপতির বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ আব্দুস সালাম ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অত্র এলাকার কৃতি সন্তান ফরহাদ হোসেন বদান্যতায় ও ব্যক্তিগত চেষ্টায় এ সংসদীয় এলাকার প্রতিটি উপজেলায় একই সাথে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা সম্ভবপর হচ্ছে। প্রধানমন্ত্রীকে ক্রীড়া অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি জেলা শহরে টেনিস কোর্ট সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩৮০০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে দেশের প্রায় ১০ লক্ষ NEET জনগোষ্ঠী স্বাবলম্বী হবে।
এ সময়ে ভবিষ্যতেও মেহেরপুর সদর উপজেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে কি জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টোডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে দিঘলিয়া উপজেলায় একটি। মেহেরপুরের সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৭ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD