হিমেল তালুকদার – রবিবার (৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কিছু দুষ্কৃতিকারী তিতাস গ্যাসের কর্মীদের এবং আইন-শৃংঙ্খলা বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। পরে পাশের লিথুন ফ্যাব্রিক্সে হামলা এবং গাড়ি ভাংচুর করা হয়েছে।
জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ এবং অনিয়ম ঠেকাতে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করণ এবং বকেয়া বিল আদায় করার জন্য তিতাস গ্যাসের চলমান অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলাকালীন সময়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে, সব সময় সবার সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। অধিকন্তু কিছু কিছু জায়গাতে তিতাসের বা অন্যন্য বিতরণ কোম্পানির কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন।
উল্লেখ্য যে, ভিডিও ফুটেজ দেখে ২০-২৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সরকারী কাজে বাধা এবং সরকারী সম্পত্তিতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায় যে, এমন কোন অনাকাঙ্খিত ঘটনা যে বা যারাই ঘটাক না কেন তাদেরকে নিয়মানুসারে দ্রুত আইনী প্রক্রিয়ার আওতায় আনা হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD