নিজেস্ব প্রতিবেদক : নজিরবিহীন এক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে রাজধানীবাসীদের। আগামীকাল ঈদ, অথচ ঈদে রান্নার অন্যতম প্রধান উপকরণ বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে যেন রাতারাতি ভোজবাজির মতো উধাও হয়ে গেছে।
গত এক সপ্তাহ ধরেই বাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় একাবারেই অপ্রতুল বলে জানান বিক্রেতারা।
সয়াবিন তেল নিয়ে সরবরাহকারীরা রীতিমতো ইঁদুর-বিড়াল খেলা শুরু করেছেন বলে অভিযোগ করেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।
সোমবার (২ মে) দুপুরে বাজার ঘুরে দেখা গেল, সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। কোনো কোনো দোকানে দুই এক লিটারের তেলের বোতল পাওয়া গেলেও শর্ত হচ্ছে তেল নিলে সঙ্গে আরও কিছু সদাইপাতি নিতে হবে।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহ ধরে এ পরিস্থিতি চলছে। সাত দিনে বড়জোর তিন দিন তেল সরবরাহ করা হয়েছে। আবার পাইকারি মূল্যও অনেক বাড়িয়ে দিয়েছে সরবরাহকারীরা। এক লিটার বোতলজাত সয়াবিন পাইকারিতে বিক্রি হচ্ছে ১৫৯ টাকা পর্যন্ত। খুচরা বাজারে ১৬০ টাকা লিটারেই বিক্রি করতে হচ্ছে দোকানিদের। এ কারণে দোকানিরা ক্রেতাদের তেলের সঙ্গে অন্যান্য সদাই নিতে বাধ্য করছেন।
যদিও অর্থনীতিবিদদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দর বাড়ার কারণে দেশের বাজারে দর যতটা বাড়ে, তার চেয়ে বেশি বাড়ে স্থানীয় বাজারের কারসাজির কারণে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্ববাজারে সয়াবিনের দামে অস্থিরতা শুরু হয়। আর্জেন্টিনা রপ্তানি সীমিত করার ঘোষণা এবং ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণার পর দাম বাড়ার নতুন নতুন রেকর্ড হয়। দেশেও দাম না পেয়ে আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। আবার ঈদের পরে দাম বাড়বে—এমন চিন্তা থেকে মজুতের প্রবণতাও শুরু হয়েছে বলে জানা গেছে। এতে সয়াবিন তেলের সংকট সৃষ্টি হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD