খেলা ডেস্ক : সম্প্রতি ঘরোয়া ক্রিকেট শেষ হওয়ায় ঈদের ছুটিটা পুরোপুরি নির্বিঘ্নেই কাটানোর সুযোগ পাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তাই তো এবার মুশফিক এরইমধ্যে ঈদ করতে গেছেন বগুড়ায়। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও চলে গেছেন ময়মনসিংহে।সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ঢাকাতেই ঈদ করছেন। সাকিব আল হাসানের ঈদের দিন যাওয়ার কথা নিজ জেলা মাগুরায়। টেস্ট অধিনায়ক মুমিনুল অবশ্য গত রবিবার বিকালে চলে গেছেন কক্সবাজারে। নিজ জেলার বৈদ্যঘোনায় ঈদ পালন করবেন ময়দানি লড়াই শুরুর আগে।
এছাড়া টেস্ট দলের অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার তাইজুল ঈদের ছুটিতে গেছেন রাজশাহীতে। সুযোগ পেয়ে এবার আগেই চলে গেছেন। মেহেদী হাসান মিরাজ ঈদ কাটাবেন বরিশালে।
ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা মাহমুদুল হাসান জয়ের এবারের ঈদটা বিশেষই হতে যাচ্ছে। জাতীয় দলের মঞ্চে সুযোগ পাওয়ার পর অন্যরকম এক অনুভূতি নিয়ে তিনি এবারের ঈদ করবেন নিজ জেলা চাঁদপুরে।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এবার ঢাকাতেই ঈদ করতে মনস্থির করেছেন। লিগ শেষ হওয়ায় এবার ঈদের ছুটিটা এখানেই কাটানোর পর যাবেন নড়াইলে।
এদিকে জাতীয় ফুটবল দলের প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া এবার ঢাকাতেই ঈদ করছেন। যাচ্ছেন না ডেনমার্ক। একই রকম ফিনল্যান্ড যাওয়া হচ্ছে না তারিক কাজীরও। ঢাকাতেই ঈদ করবেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD