অনলাইন ডেস্ক – বাড়তি আর্থিক স্বচ্ছলতার জন্য অনেকেই কাজ বা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করার চিন্তা করেন। তাদের জন্য অনলাইনে নতুন উদ্যোগ ‘লাট্টু’। এটি এমনই অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ নিজেই নিজের পছন্দমত অনলাইন স্টোর খুলে খুব সহজে নিজেরাই পণ্য বিক্রয় করতে পারবে।
এখানে একদিকে যেমন এই অনলাইন উদ্যোক্তাদের নিজস্ব পণ্য বা সেবা বিপণনের সুযোগ রয়েছে, তেমনি লাট্টু প্ল্যাটফর্মের অধীনে যে ২৫ হাজারেরও বেশি দেশি বিদেশি ব্র্যান্ডের উৎকৃষ্ট সব পণ্য রয়েছে তা থেকেও বেছে নিয়ে স্টোর শুরু করতে পারেন যে কেউ প্রোডাক্ট সোর্সিং এর ঝামেলা ছাড়াই।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দেশের স্বনামধন্য ডটলাইন্স গ্রুপেরই একটি সহযোগী প্রতিষ্ঠান। ডটলাইন্স বাংলাদেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে হাইস্পিড ও উচ্চসেবামান সম্পন্ন ইন্টারনেটের সর্বোচ্চ সুফল পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
লাট্টুর মূল প্রতিষ্ঠান ডটলাইনের উপমহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ বলেন, ‘লাট্টুর মাধ্যমে সহজেই আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণ হবে। প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে নিবন্ধন করে যেকোনো ব্যক্তি অনলাইনে দোকান খুলতে পারবেন।’
লাট্টু কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্ল্যাটফর্মটির বিভিন্ন অনলাইন দোকানে নামীদামি ব্র্যান্ডের মুঠোফোনসহ ২৫ হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে। পণ্যের বিভাগ নির্বাচন করে যেকোনো ব্যক্তি পছন্দের পণ্য দিয়ে নতুন দোকান খুলতে পারবেন। নিজেদের পণ্য বিক্রির পাশাপাশি চাইলে প্ল্যাটফর্মটিতে থাকা অন্য দোকানের পণ্যও নিজের দোকানে প্রদর্শন ও বিক্রি করা যাবে। অর্থাৎ, কোনো পণ্য বাজার থেকে সংগ্রহ না করে প্ল্যাটফর্মটি থেকে সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে পণ্য বিক্রি করলে দুটি প্রতিষ্ঠানই নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবেন। ফলে সবাই ব্যবসা করে অর্থ আয় করতে পারবেন।
গ্রাহকসেবার পাশাপাশি পণ্য সরবরাহ ও দামও সংগ্রহ করে দেয় লাট্টু। ফলে বিক্রি হওয়া পণ্য ক্রেতার কাছে পৌঁছানো বা অর্থ সংগ্রহের চিন্তা না থাকায় শিক্ষার্থী বা গৃহিণীরাও অনলাইনে দোকান চালু করে আয় করতে পারবেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD