অনলাইন ডেস্ক – হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তবে সবকিছু ছাপিয়ে তিনি আলোচনায় অনুষ্ঠানের সঞ্চালককে থাপ্পড় মেরে। যদিও এই ঘটনায় ক্ষমা চাইলেন উইল স্মিথ।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘আই অ্যাম লিজেন্ড’ সিনেমাখ্যাত অভিনেতা লিখেছেন, ‘সহিংসতা সব সময়ই বিষাক্ত ও ধ্বংসাত্মক। গতকাল রাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ ছিল ক্ষমার অযোগ্য ও অগ্রহণীয়। রসিকতা কৌতুক আমাদের পেশার অঙ্গ। কিন্তু জাডার শারীরিক অবস্থা নিয়ে রসিকতা আমার কাছে সহ্যেরও অতীত ছিল। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
এরপর ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত।
গত ২৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা। আকস্মিক এই ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD