আল জাবিরঃ ব্যবহারকারীদের সুরক্ষিত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম মেভবুক এবার ২০ হাজারের মত কালোতালিকা ভুক্ত অ্যাকাউন্ট মুছে দিয়েছে। শুক্রবার (১৯ মার্চ) মেভবুক প্রাঃ লিঃ কোঃ ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছে। সেখানে বলা হয় যে, মেভবুক ব্যবহারকারীদের সুরক্ষিত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ১৯,৯৮৬ টি fake account নিষ্ক্রিয় করা হয়েছে। সেখানে আরো বলা হয় যে, মুছে ফেলা অ্যাকাউন্ট গুলো ভুল তথ্য শেয়ার করছিলো এবং বিভিন্ন বানোয়াট নাম ধারণ করে ছিলো। আর এই অ্যাকাউন্ট গুলোর অধিকাংশই ছিলো “ওয়ান টাইম ইমেল” দিয়ে খোলা। মেভবুকের একজন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেভবুক তৈরি করা হয়েছে রুচিশীল মানুষদের জন্য, সভ্য সমাজ গড়ার জন্য। “আর রুচিশীল ও সভ্য মানুষদের জন্য যে সমস্ত জিনিষ প্রতিবন্ধক তা বিলুপ্ত করনে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তিনি আরো বলেন, আমাদের পথ চলা সবে শুরু আমরা যদি এখন থেকেই গুজব-মিথ্যা ও ফ্যাক অ্যাকাউন্ট চিন্হিত করে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে পারি তাহলে আমরা জাতিকে একটি রুচিশীল যোগাযোগ মাধ্যম উপহার দিতে পারবো। আমরা আশাবাদী রুচিশীল মানুষদের সোশ্যাল মিডিয়ার অভাব পূরণে মেভবুক যথেষ্ট ভূমিকা রাখবে। ২০২১ জানুয়ারীর প্রথম দিনে এই বাংলাদেশের তৈরী সামাজিক মাধ্যমটি যাত্রা শুরু হয়। লঞ্চ হওয়ার পর থেকে পুরো বিশ্ব থেকে লাখো লাখো মানুষের সাড়া পেতে থাকে মেভবুক এবং সেই সাথে বিভিন্ন সাইবার আক্রমণের শিকারও হয়েছে তবে তা কাটিয়ে সদর্পে দাড়িয়ে আছে মেভবুক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD