বিনোদন ডেস্ক : শুধু যে করোনা তা নয় যে কোন দুর সময় আসতে পারে আমাদের জীবনে বললেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে করোনার কারণে গত বছরের মার্চের মাঝামাঝি থেকে গান থেকে কয়েক মাস দূরে ছিলেন। এ সময় স্টেজও শোও করেননি তিনি। অথচ বছরজুড়েই স্টেজ নিয়ে যারপরনাই ব্যস্ত থাকেন আঁখি। এই সময়ে নতুন গানও খুব একটা করেননি।
কারণ দীর্ঘ সময় আমরা করোনার কারণে বন্দি ছিলাম। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে জনজীবন। তবে অবশ্যই সচেতনতা বজায় রেখে কাজ করতে হবে। আমিও সেই চেষ্টা করছি। যদিও আজকাল কোন উৎসব আমাকে আগের মত টানে না, বরং মনে হয় জীবন, বেঁচে থাকা, পরিবার, বন্ধু, ভালোবাসার মানুষদের সুস্থতা, পাশে থাকাই আমার ব্যক্তিগত উৎসব। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। স্টেজ কি নিয়মিত করা হচ্ছে? আঁখি বলেন, না। স্টেজ আয়োজন যেমন কম হচ্ছে, তার ভেতরও সব ধরনের শো আমি করছি না। যেখানে নিরাপত্তা পর্যাপ্ত থাকছে সেই শোই কেবল করছি। কারণ করোনা এখনও দূর হয়নি। তবে ভ্যাকসিন চলে এসেছে, আশা করছি দ্রুতই সব স্বাভাবিক হবে। সিনেমার গান করা হচ্ছে? আঁখি বলেন, সর্বশেষ সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ এ গান করেছি। আরো কিছু সিনেমায় গাওয়ার কথা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD