স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাসের কারণে অনেকদিন বাংলাদেশের পর্যটক কেন্দ্রগুলো শূন্য ছিল।কিন্তু বর্তমানে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কারেণে এবং ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমায় পর্যটকের ঢল নেমেছে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগর কন্যা কুয়াকাটায়। । ধীরে ধীরে পর্যটকদের উপস্থিতি বাড়তে থাকে।
শুক্রবার থেকে রবিবার টানা তিন দিনের সরকারি ছুটিতে পর্যটন নগরীর হোটেল-মোটেল পুরোপুরি বুকিং রয়েছে। আশপাশের বাসা বাড়িতে অবস্থান করছেন পর্যটকরা।
এছাড়া পিকনিক পার্টির শতাধিক দল তাদের ভাড়া করা পরিবহনেই পর্যটন স্পটেই খেয়ে-দেয়ে রাত্রিযাপন করে উপভোগ করছে কুয়াকাটার সৌন্দর্য। স্বাস্থ্যবিধি মানতে আর নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, করোনায় লকডাউনে বন্ধের পর এই প্রথম পর্যটকদের উপচেপড়া ভিড়।বেচা-বিক্রি বেশ ভালো।
হোটেল-মোটেল ব্যবসায়ী নেতারা জানান, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে অন্তত দেড় শতাধিক হোটেল-মোটেলের সব রুম পুরোপুরি বুকিং। পর্যটকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা। হোটেল ছাড়াও কিছু বাসা বাড়িতে থাকছেন পর্যটকরা। সব মিলিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত এখন পর্যটকদের মিলন মেলার কেন্দ্র হয়ে উঠেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন বলেন, তিন দিনের টানা ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে সকল ট্যুরিস্ট ও স্থানীয়দের চলাচলের জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করছি আমরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD