হিমেল তালুকদারঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনী, ধর্ষক, দেশাদ্রোহী, সাইবার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়াও তথ্য প্রযুক্তির অপব্যবহার চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
১৮ (ফেব্রয়ারী) র্যাব-১০ এর অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া ও পল্টন থানাধীন গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় থেকে চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তনকারী চক্রের ০৬ সদসকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ সফিকুল ইসলাম ২। মোঃ মাসুদ আহমেদ রানা, ৩। মোঃ ইমন, ৪। মোঃ সিরাজ আলী, ৫। রানা হাজরা ও ৬। মোঃ আল আমিন। এসময় তাদের কাছ থেকে ০১টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি মাউস, ০৬ টি ক্যাবল, ০১টি ADAPTER, AC/DC, ০৭ টি মোবাইলের IMEI পরিবর্তনের CM2 DONGLE সফটওয়্যার, ২০ টি মোবাইল ফোন ও নগদ ৬৬,৮৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ CM2 DONGLE সফটওয়ারের মাধ্যমে কৌশলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের IMEI নম্বর পরির্বতন করে বিভিন্ন অপরাধীদের অপরাধ করায় সহায়তা করে আসছিল বলে জানা যায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD