অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
করোনাভাইরাস পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে অনুষ্ঠানে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রমকাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম।
অপরদিকে মালয়েশিয়ায় ইউনেস্কো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের শিক্ষামন্ত্রী মোহাম্মদ রাদজি জিদিন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হাইকমিশনার গোলাম সরোয়ার বক্তব্য রাখেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD