বিনোদন ডেস্ক : যে কোন কাজের একটা নিয়ম কানুন থাকা দরকার।নিয়মের বাইরে কাজ করলে তা কখনই ভালো ফল দেয় না।আপনারা যদি নিয়মের মধ্যে থেকে কাজ করেন তাহলে বর্তমানে যে অনিয়ম গুলো হচ্ছে তা আর থকতো না। আগে এনালগ সিস্টেমে সিনেমা হতো। সময় লাগতো। তারপরও অনেক সিনেমা মুক্তি পেতো। কারণ সুন্দর একটা নিয়মের মধ্যে সব হতো। এখন চলচ্চিত্রে কোনো নিয়মের বালাই নেই। যার যা ইচ্ছে তাই করছে।
এভাবে করলে শুধু সমস্যাই সৃষ্টি হবে। যদি সংকট কাটাতে হয় তাহলে এই মাধ্যমে যারা কাজ করছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে।তারা যদি মনে প্রাণে চান তাহলেই সম্ভব। এখানকার চলচ্চিত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো অনেক তো হলো, এবার একটু থামা উচিত। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। সিনেমাটাকে বাঁচান দয়া করে।এই মাধ্যমের প্রতি একটা আলাদা অনুভূতি আছে, থাকবে। এটা অস্বীকার করতে পারবো না। গত বছরের শেষের দিকে টিবি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ফারুক। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো। এ বিষয়ে ফারুক বলেন, আলহামদুলিল্লাহ। সবার দোয়া ও আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে ফারুকের অভিষেক ঘটে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। ১৯৭১ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম এই সিনেমা। ছাত্রলীগ করার কারণে তৎকালীন পাকিস্তান সরকার তার বিরুদ্ধে ৩৭টি হয়রানিমূলক মামলা দায়ের করে বলে জানান। এসব মামলা থেকে বাঁচতে বন্ধুবান্ধবের পরামর্শে চলচ্চিত্রে আসেন ফারুক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD