অনলাইন ডেস্কঃ জ্যোতির্বিজ্ঞানীরা ‘ব্যাপক ফাঁপা’ একটি গ্রহের সন্ধান পেয়েছেন, যার আকৃতি বৃহস্পতির চেয়ে বড় কিন্তু ১০ গুণ বেশি হালকা! ডাব্লিউএএসপি-১০৭বি নামে পরিচিত এই গ্রহটির ডাকনাম রাখা হয়েছে ‘সুপার পাফ’ (ব্যাপক ফাঁপা) বা ‘কটন ক্যান্ডি’ (হাওয়াই-মিঠাই)। এখন পর্যন্ত এটিই বিজ্ঞানীদের জানা সবচেয়ে হালকা এক্সোপ্ল্যানেট।
সৌরজগতের বাইরের গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট। পৃথিবী থেকে ডাব্লিউএএসপি-১০৭বি এক্সোপ্ল্যানেটের দূরত্ব ২১১ আলোকবর্ষ। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই এর অবস্থান।কক্ষপথ ঘুরতে সময় নেয় মাত্র ৫.৭ দিন।
ক্যারোলিন পাইওলেট বলেন, ‘এক্সোপ্ল্যানেটটি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ছিল। এতে কম ঘনত্বের কোনো গ্রহ কীভাবে গঠিত হতে পারে? হোস্ট নক্ষত্রের এত কাছাকাছি অবস্থান করার পরও গ্যাসীয় গ্রহটি কীভাবে নিজেকে রক্ষা করতে পেরেছে? এসব প্রশ্নই আমাদেরকে গ্রহটির গঠন নিয়ে বিস্তারিত গবেষণায় অনুপ্রেরণা যুগিয়েছে।’
গবেষকদের মতে, সৌরজগতের বাইরের বৃহত্তম গ্রহগুলো কীভাবে গঠিত হয় এবং বেড়ে ওঠে সে সম্পর্কে এতদিনের ধারণায় বড় ধরনের প্রভাব ফেলবে নতুন এই আবিষ্কার। যদিও এ ধরনের গ্রহ বিরল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD