সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রাশেদুল হাসান, এডভোকেট সাহিদা বেগম, প্রকৌশলী আবু সালেহ, সুমি আক্তার, মনিরুজ্জামান, লোটাস জামিল, ও মিলন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে কমিশনের কাছে ১৫ টি প্রশ্নপত্র তুলে ধরা হয়। কমিশনের চেয়ারম্যান বলেন আপনাদের দাবি-দাওয়া গুলি আমার মনের দাবি। আমিও এ দেশের একজন নাগরিক ও গ্রাহক। খুব দ্রুতই সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
০৬. জনবহুল দেশে এমনিতেই প্রায় ৯০ হাজার বিটিএস রয়েছে। তারপরেও চারটি টাওয়ার কোম্পানী হাজার খানেক টাওয়ার নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। এতে করে একদিকে কমছে জমি, অন্যদিকে বাড়ছে জনস্বাস্থ্যের হুমকি। এ বিষয়ে কমিশনের জমি ব্যবহার কমিয়ে ও জনস্বাস্থ্য সুরক্ষায় কমিশনের কোন পরিকল্পনা রয়েছে কি ? একই সাথে তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের মনিটরিং কার্যক্রম বর্তমানে কিভাবে চলছে তা আমরা জানতে চাই। ০৭. মানসম্মত সেবার প্রতিবন্ধকতার জন্য হেন্ডসেট ডিভাইসের ভূমিকাও অনেকাংশে দায়ি। হেন্ডসেট ডিভাইসের মান পর্যবেক্ষনের জন্য ও গ্রে মার্কেট মনিটরিং এর জন্য কমিশন কি ব্যবস্থা গ্রহণ করেছে ? ০৮. ই-বর্জ্য রোধ করতে অন্যান্য দেশে গ্রাহকদের নষ্ট ডিভাইসটি বিক্রয়কারী কোম্পানী ফেরত নেয়। কিন্তু আমাদের দেশে উৎপাদন, আমদানী কারক বা বিপনণকারী প্রতিষ্ঠান কেউই নষ্ট হেন্ডসেট ফেরত নেয় না ফলে অব্যবহৃত নষ্ট হেন্ডসেটটি ডাস্টবিনে ফেলা ছাড়া কোন উপায় থাকে না। এতে করে বাড়ছে জনস্বাস্থ্যের হুমকি। তাছাড়া এসআর ভেলু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেক হেন্ডসেটের। এ সকল সমস্যা নিরসনে কমিশন কি ব্যবস্থা গ্রহণ করেছে ? ০৯. নকল ভেজাল মোবাইল এক্সেসরিজে বাজার সয়লাভ, কিন্তু এই বাজার নিয়ন্ত্রণে কমিশন কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করবে কি ? ১০. কমিশনের লাইসেন্স প্রাপ্ত আইএসপি রয়েছে ২ হাজার ১শত টাকা। কিন্তু ব্যবসা করছে প্রায় ১০ হাজার। এই সকল আইএসপি অপারেটর রাজনৈতিক প্রভাবের ফলে গ্রাহকদের কাছ থেকে মানহীন সেবা প্রদান করে, হুমকি ধামকি প্রদান করে অর্থ আদায় করে থাকে। ইতিমধ্যে অনেক গ্রাহক তাদের নির্যাতনের স্বিকার হয়েছে। আমাদের প্রশ্ন গ্রাহক পর্যায়ে আইএসপি সেবার ট্যারিফ নির্ধারণ ও মনিটরিং করে অবৈধ সেবা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কি ? ১১. গ্রাহকদের কাছ থেকে কমিশন ১ শতাংশ সামাজিক নিরাপত্তার তহবিল সংগ্রহ করে থাকে। অথচ এই অর্থ দিয়ে গ্রাহকদের কি নিরাপত্তা বা সেবা আজ পর্যন্ত দেওয়া হয়েছে তা গ্রাহকরা জানতে চায় । ১২. আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে, গ্রামীন ফোন গ্রাহকদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে মামলাও করেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে গত ৪ অক্টোবর ২০২০ সুনির্দিষ্ট অভিযোগ এনে মন্তী মহোদয় বরাবর চিঠি দিয়েছিলাম। যা কিনা বর্তমানে কমিশনে রয়েছে। আমাদের প্রশ্ন গ্রাহকদের নিরাপত্তা দিতে ব্যার্থ হওয়া ও আমাদের অভিযোগের বিরুদ্ধে কমিশন কি ব্যবস্থা গ্রহণ করেছে ? ১৩. জুন মাস থেকে অবৈধ বা কমিশনের ডাটা এন্ট্রিতে অন্তর্ভূক্ত না থাকা হ্যান্ড সেট বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। তবে এ বিষয়ে জনসচেতনতা তৈরী ও বিক্রেতা, উৎপাদন ও আমদানীকারি প্রতিষ্ঠানকে প্রত্যেকটি শো-রুমে আইএমইআই নাম্বার পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা যাতে থাকে সে ব্যাপারে কমিশন উদ্যোগ গ্রহণ করবে কি ? ১৪. বাংলালিংক এর আজ পর্যন্ত অডিট সম্পাদন করা যাচ্ছে না কেন ? ১৫. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক এর বিকাশ লাভে কমিশন সহনীয় কোন উদ্যোগ গ্রহণ করবে কি ?
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD