অনলাইন ডেস্কঃ একের পর এক রেকর্ড বগলদাবা করে যাচ্ছেন এই সময়কার ইনফর্মার ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন এ ব্যাটসম্যান।
শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের অধিনায়ক।
বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড করেন কোহলি। মাইলফলক ছুঁতে আজ তার প্রয়োজন ছিল ২৩ রান। অনেকটা হেসেখেলেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে মানুকা ওভালে ২৩ রানে পৌঁছানোর পর এই মাইলফলকে পৌঁছান কোহলি।
২৪২ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। এই রেকর্ডের দেখা পেতে বিরাটের স্বদেশি টেন্ডুলকারের লেগেছিল ৩০০ ইনিংস।
এর আগে ১২ হাজার ছুঁতে রিকি পন্টিংয়ের লেগেছিল ৩১৪ ইনিংস, কুমার সাঙ্গাকারার ৩৩৬ ইনিংস, সনাৎ জয়াসুরিয়ার ৩৭৯ ইনিংস ও মাহেলা জয়াবর্ধনের ৩৯৯ ইনিংস।
কোহলি যত দ্রুত ১২ হাজারি ক্লাবে পৌঁছান আর কোনো ব্যাটসম্যান এত অল্প সময়ে এই রেকর্ড করতে পারেননি। অভিষেক থেকে ১২ বছর ১০৫ দিনে ১২ হাজার রান করে ফেলেন কোহলি। যেটি করতে টেন্ডুলকারের লেগেছিল ১৩ বছর ৭৩ দিন।
১২ হাজার ছোঁয়ার সময় কোহলির ব্যাটিং গড় ৫৯.০৪। এখানেও তার ধারেকাছে নেই কেউ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD