নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক কক্সবাজারের উদ্যোগে আজ কক্সবাজার পৌরসভায় কোভিড-১৯ রোগীসংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধির বাস্তবতায় কক্সবাজার পৌরসভায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে অনলাইন প্লাটফর্মে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ইউএনও (সদর) সংযুক্ত ছিলেন।
সভায় কক্সবাজার পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর, সমাজ কমিটি, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বাহিনী, কমিউনিটি পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে তিনটি কুইক রেস্পন্স টিম (এ, বি, সি) গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি সমূহ আক্রান্তদের আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা, কন্টাক্ট ট্রেসিং, আক্রান্তদের খোঁজ খবর রাখা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ সার্বিক দায়িত্ব পালন করবে৷ এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক। Mt
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Asian News 24 BD