1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন সাড়ে ৪১ হাজার শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
শিক্ষক/এনটিআরসি

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

লিখিত বক্তব্যে শিক্ষা উপদেষ্টা জানান, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৪১ হাজার প্রভাষক/ শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা সংগ্রহ, যোগ্যতা অনুসারে নিয়োগ সুপারিশের সমগ্র প্রক্রিয়া অধিক স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে।

সি আর আবরার আরও জানান, ‘প্রথমে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছিলাম। তাতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।’

এর আগে গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ ফাঁকা ছিল।

কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৬১ হাজারের মতো প্রার্থী। তাদের মধ্যেও বয়সসহ বিভিন্ন জটিলতায় অনেকের আবেদনই বাদ পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ফলে সবমিলিয়ে এখন ৪১ হাজারেরও বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ জানায়, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হলো। এতে গত রোববার (১৭ আগস্ট) বিকেলে সুপারিশ ফাইলের অনুমোদন দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। এরপর গতকাল সোমবার (১৮ আগস্ট) সুপারিশ ফাইলে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

সুপারিশ প্রকাশে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব রূপালী বাংলাদেশকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ফাইল অনুমোদন করেন শিক্ষা উপদেষ্টা। মঙ্গলবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে।’

ফলাফল দেখবেন যেভাবে:
গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃত প্রার্থীদের ফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটের পাওয়া যাবে।

‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ নামক সেবা বক্সে এবং ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।

এ ছাড়া নির্বাচিত প্রার্থী নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews