স্পোর্টস ডেস্ক : সাবালক হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের স্বাদ পেলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ। ঘরের মাঠে সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গতকাল ভুকুসিচ তার দেশের নেতৃত্ব দিয়েছেন। তাতেই হয়ে গেছে বিশ্ব রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন।
অধিনায়ক হিসেবে তার শুরুটা অবশ্য উজ্জ্বল হয়নি। এদিন তার নেতৃত্বে দুই ম্যাচ খেলে দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে ক্রোয়েশিয়া।
ভুকুসিচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কমবয়সি অধিনায়কের রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আমজাদ।
ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। আর টেস্টে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিন বয়সে আফগানদের অধিনায়কত্ব করেন এই অলরাউন্ডার।