1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

১৪৪ ধারা ভেঙে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন ছাত্রদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে
নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার।

অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার অনধিকার প্রবেশ নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় ১৪৪ ধারা অমান্য করে কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার।

নীতিমালা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে এসব বিধিনিষেধ উপেক্ষা করে রাকিব সরদার পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন।

এমনকি পরীক্ষাকক্ষে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি সকাল ৯টা ৪০ মিনিটে বনপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যাই। সে সময় কেন্দ্রে পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন।’

তিনি বলেন, ‘তবে পরে জানতে পারি, রাকিব সরদার একজন পরীক্ষার্থীর আসন দেখিয়ে দিতে তার সঙ্গে কক্ষে প্রবেশ করেন। বিষয়টি তদন্ত করে কেন্দ্র সচিব ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা ভঙ্গের বিষয়ে থানাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এদিকে, বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটকের প্রক্রিয়া চলমান।

তবে অভিযুক্ত রাকিব সরদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনার মাধ্যমে পরীক্ষার পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সচেতন অভিভাবকরা।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews