আন্তর্জাতিক ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দুবাইয়ে অনুষ্ঠেয় হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস (এইচএমইউএন/হার্ভার্ড মুন) সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শিক্ষার্থী রানিয়া আলী।
মর্যাদাপূর্ণ এই সম্মেলনে বিশ্বের ৩৫ টিরও বেশি দেশ থেকে প্রায় এক হাজার প্রতিনিধি উপস্থিত হয়েছিল। প্রতিনিধিরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের কূটনীতি, চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতি এবং বুদ্ধিদীপ্ত চিন্তায় অসাধারণ দক্ষতার কারণে তিনি এ পুরস্কার অর্জন করেছেন।
নিজের দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরতে পেরে গর্ব করে তিনি বলেন, বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। আমি গর্বিত যে আমি আমার দেশের একটি ইতিবাচক চিত্র বিশ্বের কাছে তুলে ধরেছি।
হার্ভার্ড মুন বিশ্বজুড়ে তরুণদের জন্য আলোচনার আয়োজন করে এবং বিশ্বের জরুরি সমস্যাগুলোর সমাধানের প্রস্তাব দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।