বিনোদন ডেস্ক : হলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি দীর্ঘদিনের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অস্কারজয়ী তারকা শার্লিজ থেরন। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাকশন ঘরানার সিনেমায় পুরুষদের বারবার সুযোগ দেওয়া হলেও নারীদের ক্ষেত্রে সেই সুযোগ একবারই আসে, তাও অনেক শর্তসাপেক্ষে।
তিনি বলেন, অ্যাকশন সিনেমায় নারীপ্রধান চরিত্র থাকলে সেগুলো সহজে অনুমোদন পায় না। সবচেয়ে হতাশার বিষয় হলো, পুরুষ অভিনেতারা বারবার সুযোগ পান, কিন্তু নারীরা পান না। যদি কোনো নারী একটি অ্যাকশন সিনেমা করেন এবং সেটা বক্স অফিসে সফল না হয়, তাহলে তাকে দ্বিতীয়বার সেই সুযোগ দেওয়া হয় না।
‘ভ্যারাইটি’-র প্রতিবেদনে বলা হয়, থেরনের মতে, পুরুষদের একাধিক ব্যর্থ অ্যাকশন সিনেমা থাকা সত্ত্বেও স্টুডিওগুলো তাদের নিয়ে কাজ করতে দ্বিধা করে না। তিনি বলেন, স্টুডিওগুলো এটিকে ঝুঁকি হিসেবে দেখে, কিন্তু সেই একই ঝুঁকি তারা কোনো ছেলের জন্য বহুবার নেয়– যার একাধিক সিনেমা সফল হয়নি।
বর্তমানে শার্লিজ থেরনের অভিনীত নেটফ্লিক্স প্রযোজিত অ্যাকশন সিকুয়াল ‘দ্য ওর্ল্ড গার্ড ২ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে তিনি ‘অ্যাটমিক ব্লন্ড’, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর মতো সফল অ্যাকশন সিনেমায় কাজ করেছেন।