নিউজ ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্ত্রীও।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। আসরের নামাজের পর একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
তারা হলেন- পূর্ব সুজনকাঠী গ্রামের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার (৭৪) ও তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম (৬৭)। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা পূর্ব সুজনকাঠী গ্রামের ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে সকালে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এসময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যু সংবাদ শুনে চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিকেলে আছরবাদ বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্ত্রীসহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।