আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বারাক ওবামা ও মিশেল ওবামার বিচ্ছেন নিয়ে নানারকম কথা শোনা যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে না দেখা যাওয়ার পর সে বিতর্ক আরও ছড়ায়। শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তাদের একত্রে দেখা যায়নি।
বারাক ওবামা ও মিশেল ওবামার বিচ্ছেদের গুঞ্জনের ভেতরেই এলো নতুন খবর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে, বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন!
সেই পোস্টে দাবি করা হয়েছে, মার্কিন অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু নাকি তাদের সম্পর্কের কথা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, গত ২৩ জানুয়ারি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স-এ একটি পোস্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মেলানি কিং (@realmelanieking) নামের এক নারীর শেয়ার করা সেই পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বন্ধু সবাইকে জানাচ্ছেন যে, তিনি এই আমেরিকান অভিনেত্রীর খুবই কাছের ও ঘনিষ্ট একজন। তিনি জানেন যে, জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন।
সেই নারী কথায়, উনি (বারাক ওবামা) জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আছেন। আমার ম্যানেজার এবং এক বন্ধু ওর (জেনিফার অ্যানিস্টন) ঘনিষ্ট বন্ধু হন। জেনিফার একবার বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে যা ঘটেছে তার সবই ঘনিষ্ট বন্ধুদের মধ্যেই।
সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এই বার্তাটি নাকি জেনিফার অ্যানিস্টনের একজন বন্ধুর, যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।