1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সৌদিতে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
সৌদিতে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানে এক সপ্তাহে প্রায় ২২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলা এই অভিযানের তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীর বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়েছেন ১৩ হাজার ৪৩৪ জন, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৭৮৭ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করছিলেন অন্তত ২৭ জন, যাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অবৈধ প্রবাসীদের সহযোগিতা, আশ্রয় বা পরিবহণ দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ২২ হাজার ৮৩৭ জন পুরুষ এবং ২ হাজার ৬০২ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়া ১৮ হাজার ১৪৯ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ২ হাজার ৯৭৩ জনকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ জনকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews