1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিন শেষে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫২টির।

এদিন ডিএসইতে মোট ৩৫১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬৫৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১.১২ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট কমে ৯২৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯.৪৪ পয়েন্ট কমে ১১ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews