নিউজ ডেস্ক : সিলেট জেলার সিটি কর্পোরেশন এলাকার টিলাগড় নামক স্থানে ছাত্রলীগের দুর্বৃত্তকারীদের হাতে মো: তাজুল ইসলাম নামে এক স্টেশনারি ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা ওই ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও লাঠিপেটা করে গুরুতর আহত করেছে। এই ঘটনায় কোন মামলা বা পুলিশী ঝামেলা করলে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় দুর্বৃত্তকারীরা । এ ঘটনায় আহত ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সোমবার ২৪ শে এপ্রিল রাত অনুমান ৯ঘটিকার সময় সিলেট সিটি কর্পোরেশন এলাকার টিলাগড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী মো: তাজুল ইসলাম জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর মনসুরপুর গ্রামের মো: সমসুল হকের ছেলে।
আহত ব্যবসায়ী মো: তাজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরের লালদীঘিরপাড় এলাকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। অভিযুক্ত দুর্বৃত্তকারীরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মাহবুব আলম ভূঁইয়া এর পুষিত সন্ত্রাসী। মাহবুব আলম ভূঁইয়া লালদীঘির পাড় এলাকার ”নিতু এন্টারপ্রাইজে”র মালিক এবং গত ব্যবসায়ী সমিতির নির্বাচনে মো: তাজুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এই পরাজিত হওয়ার পর থেকে তার ব্যবসায়ী প্রতিহিংসা আরো বেড়ে যায় ।তখন থেকে তিনি কিভাবে মো: তাজুল ইসলামকে ধ্বংস করার জন্য পিছু লেগেছেন।
গতকাল সোমবার রাত ৯ ঘটিকার সময় বন্দরবাজার ব্যবসায়ী সমিতির একটি বৈঠক শেষ করে বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাহার উপর হামলা করে।সেই সময় সন্ত্রাসীরা তাকে গুরুতর আঘাত করে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। এই সময় পুলিশের একটি গাড়ি বটেশ্বরের দিকে যাওয়ার পথে দেখতে প্রায় একজন লোক রাস্তায় পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে।তখন পুলিশরা তাদের গাড়িতে করে এই ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেন।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, মাহবুব আলম ভূঁইয়ার কাছে এই এলাকার সাধারন মানুষ জিম্মি হয়ে পড়েছে। সে আওয়ামীলীগের একজন নেতা হওয়ায় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জমি দখল, নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করে আসছে।
এ বিষয়ে মাহবুব আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। এ বিষয়ে সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মো: তাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে রাস্তায় কে বা কারা হামলা করে আঘাত করে পালিয়ে যায়। আমাদের পুলিশের লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নিচ্ছি।