নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) সিলেটের দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়।
এ মামলায় তারা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।