1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

সিনেমার একজোড়া জুতো বিক্রি হলো ৩৩৫ কোটি টাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত হয়েছে
সিনেমার একজোড়া জুতো বিক্রি হলো ৩৩৫ কোটি টাকায়

বিনোদন ডেস্ক : ‘দ্য উইজার্ড অব অজ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৩৯ সালে। সেই সিনেমায় অভিনেত্রী জুডি গারল্যান্ডের ব্যবহার করা রুবি স্লিপার্স খুবই বিখ্যাত হয়েছিল। চার জোড়া স্লিপার্সের এক জোড়া সম্প্রতি নতুন রেকর্ড তৈরি করেছে। এগুলো ২৮ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৩৩৫ কোটিরও বেশি।

গেল শনিবার দুপুরে নিলামটি অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেছে ডালাসভিত্তিক হেরিটেজ অকশনস।

তবে ক্রেতার প্রিমিয়াম যোগ হওয়ার পর জুতোজোড়ার মোট দাম দাঁড়ায় ৩২.৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮৯ কোটিরও বেশি। তবে স্লিপারগুলো যিনি কিনেছেন তার নাম জানা যায়নি।

নিলামকারি মাইক সাডলার বিডিং শেষ হওয়ার পর মঞ্চে ঘোষণা করেন, এই স্লিপারজোড়া হলিউডের সিনেমায় ব্যবহার করা যে কোনো জিনিসের চেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড করেছে। এর আগে ১৯৫৫ সালে মেরিলিন মনরোর পরিহিত সাদা হাল্টার ড্রেস সর্বোচ্চ ৫.৫২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। তার চেয়ে রুবি স্লিপার্সের দাম হয়েছে কয়েক গুন বেশি।

হেরিটেজ অকশনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা এক বিবৃতিতে বলেন, ‘জুডি গারল্যান্ডের রুবি স্লিপার্স এবং অন্য কোনো হলিউড মেমোরেবিলিয়ার মধ্যে তুলনা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘এই চমক জাগানিয়া মূল্যে রুবি স্লিপার্স বিক্রি হওয়ার ঘটনাটি প্রমাণ করে সিনেমা এবং সিনেমার স্মৃতি আমাদের সংস্কৃতি এবং সংগ্রাহকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হেরিটেজের সবাই এর অংশ হতে পেরে গর্বিত।’

সিনেমার একজোড়া জুতো বিক্রি হলো ৩৩৫ কোটি টাকায়

আরও তিনটি রুবি স্লিপার্স পৃথিবীজুড়ে পরিচিত। একটি ওয়াশিংটন ডিসিতে আমেরিকান জাতীয় ইতিহাস মিউজিয়ামে রয়েছে। আরেকটি ২০১২ সালে ২ মিলিয়ন ডলারে কিনেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং স্টিভেন স্পিলবার্গ। সেটি তারা অ্যাকাডেমি মিউজিয়ামে রেখেছেন। সর্বশেষটি ব্যক্তিগত সংগ্রাহকের কাছে রয়েছে।

এই স্লিপার্সগুলো সিনেমার জন্য বিখ্যাত পোশাক ডিজাইনার অ্যাড্রিয়ান দ্বারা তৈরি হয়েছিল। সেগুলো ইননেস শু কোম্পানির পণ্য। রেড সিল্ক ফাইল দিয়ে তৈরি হয়ে সম্পূর্ণ রুপে লাল সিকুইন দিয়ে সজ্জিত ছিল এবং ছোট ছোট বাটন দিয়ে সাজানো। প্রতিটি জোড়া বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছিল- যেমন নাচানো বা ক্লোজ-আপ শটের জন্য।

এই চতুর্থ জোড়া স্লিপার্সের ইতিহাসও বিশেষ। এগুলো ২০০৫ সালে জুডি গারল্যান্ড মিউজিয়ামে প্রদর্শিত ছিল এবং তখন সেগুলো চুরি হয়ে যায়। পরে ২০১৮ সালে এফবিআই সেগুলো উদ্ধার করে এবং পরে সেগুলো স্মিথসোনিয়ান দ্বারা যাচাই করা হয়।

শনিবার আরও একটি আইটেম নিলামে বিক্রি হয়েছিল। সেটি হলো দ্য উইকড উইচ অব দ্য ওয়েস্ট চরিত্রে অভিনয় করা মার্গারেট হ্যামিলটন পরিহিত একটি ঝাড়ুদারের টুপি। এটি ২.৯৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews