1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

‘সম্পর্কটা বিয়ের দিকে যাবে না কি ব্রেক-আপ হবে বলা মুশকিল’

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

বিনোদন ডেস্ক : মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর অনেক দিন নীরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত বছরের শেষের দিকে তিনি জানান, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

সেই সময়ে প্রেমিকের নাম প্রকাশ করেননি ঋতাভরী। এরপর ছবি প্রকাশ করে ঘোষণা দেন— তার প্রেমিকের নাম সুমিত আরোরা। চলতি বছরের শুরুতে জানা যায়, প্রেমিক সুমিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। এ নিয়ে আলোচনা হলেও মুখে কুলুপ আঁটেন এই অভিনেত্রী। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ঋতাভরী।

এর আগে ভারতীয় একটি গণমাধ্যম জানায়, চলতি বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা করেছেন ঋতাভরী। বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন এই অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজের আয়োজন জাঁকজমকপূর্ণভাবেই করার পরিকল্পনা রয়েছে তার। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি ঋতাভরী।

ঋতাভরীর প্রেমিক সুমিত আরোরা বলিউডের ব্যবসাসফল সিনেমার সংলাপ রচয়িতা। এ তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’, শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’, সামান্থা রুথ প্রভুর ‘দ্য ফ্যামিলি ম্যান’, কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ প্রভৃতি।

কিছু দিন আগে পা ভেঙেছে ঋতাভরীর। খবর পেয়ে কলকাতায় ছুটে আসেন সুমিত। তবে এখনো পুরোপুরি সুস্থ হননি ঋতাভরী। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’, ‘বহুরূপী’ প্রভৃতি।

আলাপচারিতায় জানতে চাওয়া হয়, এ বছরই নাকি বিয়ে করছেন? জবাবে ঋতাভরী চক্রবর্তী বলেন, “এটা কেউ জানে না, আমিও না। কেউ সম্পর্কে থাকলে বিয়ের কথাবার্তা স্বাভাবিকভাবে আসেই। অনেক ওঠা-পড়ার পরও সম্পর্ক বজায় থাকলে বিষয়টা আরো বেশি হয়। আমাদের কয়েকবার ব্রেক-আপ হলেও ফের প্যাচ-আপ হয়েছে। তাই সম্পর্কটা এবার বিয়ের দিকে যাবে নাকি আরো একটা ব্রেক-আপ অপেক্ষা করছে, সেটা বলা মুশকিল। নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলে তা অবশ্যই জানাতাম।”

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews