আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি এখন যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করেন, তবে তার সরকারের পতন ঘটবে। সব জরিপেই দেখা যাচ্ছে, আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন।
ইসরায়েলের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি আল জাজিরাকে এমনটাই বলেছেন।
তিনি বলেন, অন্তত অর্ধেক ইসরায়েলি চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় ফিরে আসুক এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রক্রিয়া শুরু হোক।
ড্যান পেরির ভাষ্য, ইসয়েলিদের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বাস করে, নেতানিয়াহু ৭ অক্টোবর গণনা শুরু করেছেন। ওই সময় তিনি নিজের যে পরাজয় দেখেছেন, তা ছিল এমন ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক হিসাব করতে পারি না’।
তিনি বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধ শেষ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করে হামাসের ক্ষমতায় চলে যান…তখন তার সরকারের পতন ঘটবে। আর সব জরিপেই দেখা যাচ্ছে আগামী নির্বাচনে তিনি হেরে যাবেন।
নেতানিয়াহুর এই মনোভাব মূলত ‘চিরকালের যুদ্ধকে’ উৎসাহিত করে বলে মনে করেন ড্যান পেরি।
তিনি বিশ্বাস করেন, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ত্বরান্বিত করবে।