স্পোর্টস ডেস্ক : জুলাইয়ের শুরুর দিকে শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওই সিরিজ সামনে রেখে আজ ক্রিকেটারসহ সবমিলিয়ে ১০ জন দেশে ছেড়ে গেছেন। আগামীকাল দুপুরের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখ ও তাসকিন আহমেদ।
আজ প্রথম বহরে দেশ ছেড়েছেন দলে থাকা তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ বাকি সদস্যরা। কাল যাবেন নাঈম-তাসকিন। ১৬ সদস্যের বাকিরা এখন কলম্বোতে টেস্ট খেলছেন।
আগামী ২ জুলাই শুরু হবে পঞ্চাশ ওভারের সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৮ জুলাই। এই ম্যাচটি বসবে পাল্লেকেলেতে। এই সিরিজ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা করবেন মেহেদী হাসান মিরাজ।
আজ চমক রেখে ১৬ সদস্যের দল জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। টাইগারদের বিপক্ষে সিরিজে নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। লঙ্কানদের ঘোষিত দলে নতুন মুখ মিলান রত্ননায়েকে। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার গল টেস্টে খেলেছিলেন। দলে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, সাদিরা সামাবিক্রমা। চোট সারিয়ে ফিরেছেন নিশান মাদুশঙ্কা। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন লাহিরু কুমারা ও নুয়ানিদু ফার্নান্দো।