1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:
প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ ‘আওয়ামী লীগের কিছু চক্র পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে’ ‘আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেব’, ভারত-চীনকে মার্কিন সিনিটরের হুঁশিয়ারি গাজায় এক বেলা খেয়ে ২৪ ঘণ্টা কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের কলা বিক্রেতার মেয়ে মিলি রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ চেয়ারে যে-ই বসেন সেই কি কমন সেন্স হারিয়ে ফেলেন, প্রশ্ন সালমান মুক্তাদিরের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক প্রকাশ, দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সিলেটে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ভাগ বসাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত হয়েছে
নারী ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে, চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। শঙ্কায় ছিল সিরিজ হারের। তবে সেটি হয়নি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে জয় তুলে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। লংকানদের লক্ষ্য ছুড়ে ১২৭ রানের। যার জবাবে লংকানদের ১০৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। ম্যাচে জয় তুলে ২১ রানে। আর তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণভাবে সেরেছে বাংলাদেশ।

মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে শ্রীলংকা সফর করে বাংলাদেশ। সেই সফরের প্রথমটা হতাশাজনক হলেও শেষটা হয়েছে দারুণ প্রত্যাবর্তনে। নিজেদের অবস্থা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতা দেখা গেলেও শেষ দিকে উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে ২৪ রানের বেশি করতে পারেনি কেউ। তবে সাত ব্যাটার খেলেন দুই অঙ্ক ছোঁয়া ইনিংস। এদিন প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে আউট হন ফাহমিদা, ৭ বলে ১১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। তবে তার আগে ১২৬ রানের পুঁজি দাঁড় করায়। যেখানে সর্বোচ্চ ২৪ রান আসে জান্নাতুল মাওয়ার ব্যাট থেকে। লংকান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে খালি হাতে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি লংকনরা। অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রানের ইনিংসে একপ্রান্ত আগলে রাখেন। কিন্তু রানের গতি বাড়াতে তিনি পারেননি। পরে শেষ দিকে রান ব্যবধান বেড়ে গেলে তা আর কমাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৫ রানে থামে লংকানদের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন জান্নাতুল। এছাড়া ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৯ রানে ১ উইকেট নেন নিশিতা আক্তার।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews