1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masum Talukder : Masum Talukder
  3. [email protected] : Masumasian :
  4. [email protected] : News Editing : News Editing
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মানোন্নয়নে কনসালটেন্ট কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত হয়েছে

প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মানোন্নয়নে ‘কনসালটেন্ট কমিটি’ গঠন করা হয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ ১৮ নভেম্বর ২০২৪
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে বই পাবে। হাওর অঞ্চলের শিক্ষকরা নিয়ম অনুযায়ী ‘হাওর ভাতা’ পাবে। হাওর অঞ্চলের শিক্ষকদের স্কুল প্রাঙ্গণে থাকার জন্য একটি-দুটি কক্ষ নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।
উপদেষ্টা আজ সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন। উপদেষ্টা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

উপদেষ্টা পরে সুনামগঞ্জ জেলার দিরাইস্থ ফিমেইল একাডেমিতে ‘হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভায় বলেন, সুনামগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। এখানকার প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে ভালভাবে চলে সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে কমিউনিটি সমর্থন দরকার। সকলকে উদ্যোগী হতে হবে, যাতে স্কুলগুলো ভালভাবে চলে।

উপদেষ্টা বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি চত্বরে সুনামগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার এর উদ্বোধন করেন। তিনি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উপদেষ্টা বলেন, শহীদ মিনার আমাদের প্রেরণার স্থান। যখনই কোন সঙ্কট দেখা দেয় তখনই শহীদ মিনার প্রেরণার স্থান হয়ে উঠে। কিছুদিন আগে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে। বৈষম্যহীনতার বিরুদ্ধে এ অভ্যুত্থান। বৈষম্য দূর করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এগুলো দূর করা কঠিন। ধারাবাহিকভাবে কাজ করতে হবে। বারবার শহীদ মিনারে ফিরে আসতে হবে।

উপদেষ্টা বলেন,প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মানোন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেন্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি আবারও বলেন, জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘সুনামগঞ্জ এর উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তৃতা করেন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews