1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, শিক্ষার্থীসহ আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মিলন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী মিলনের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিলন মিয়া টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) দুপুর ১টায় উপজেলার জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে আরও এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত সহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড-১১-২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ-ল ১১২১৫৫) ও অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে মোটরবাইক আরোহী মিলন মিয়াসহ ৫ জন আহত হন। এরমধ্যে স্থানীয়রা মিলন মিয়া সহ ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এরমধ্যে মোটরসাইকেল আরোহী মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে৷ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews