1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

শান্তাকে হোটেলে ডাকেননি, তাকে চেনেনই না- জানালেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে
মডেল ও অভিনেত্রী শান্তা পাল, (ডানে) কলকাতার পরিচালক রাজীব কুমার বিশ্বাস।
মডেল ও অভিনেত্রী শান্তা পাল, (ডানে) কলকাতার পরিচালক রাজীব কুমার বিশ্বাস।

বিনোদন ডেস্ক : বাংলাদেশি নাগরিক হওয়ার পরও ভারতীয় ভোটার ও আধার কার্ড সংগ্রহের অভিযোগে ৩০ জুলাই কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। এরপর এই মডেলকে ৮ দিনের রিমান্ডে নেয় কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এবার শান্তার গ্রেপ্তারের পর তার প্রসঙ্গে কথা বললেন কলকাতার পরিচালক ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাস।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় শান্তাকে। তার পর থেকে পানি কম ঘোলা হয়নি। বুধবার (৬ আগস্ট) তাকে আদালতে তোলা হয়। আগামী ৮ আগস্ট পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

শান্তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এসব তার কাছে কীভাবে এল, সেগুলো কি আদৌ বৈধ? তা নিয়েই শুরু হয়েছে তদন্ত।

এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে পুরনো এক অভিযোগের প্রসঙ্গও। এই মডেল নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এ যোগ দিয়েছিলেন।

টালিউডের অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল তার। শান্তা অভিযোগ জানিয়েছিলেন, পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন। হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক।

এ প্রসঙ্গে পরিচালক রাজীব ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি সদ্য কৃষ্ণনগর থেকে ফিরেছেন। মা-বাবা অসুস্থ।

প্রতিবেদন আরও বলা হয়, শান্তার অভিযোগ প্রসঙ্গে রাজীব বলেন, ‌‘আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে। তা নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন রাজীব। বলেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের। কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের। তবে শান্তা পাল গ্রেপ্তারের পর তার সেই পুরনো প্রসঙ্গে আবারও আলোচনায় উঠে এসেছেন, যা নিয়ে রীতিমতো বিব্রত এ পরিচালক।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews