1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

ললিউডে চলছে বিয়ের মৌসুম, পরেরবার কার পালা?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক : শীতকাল ও বিয়ে- পাকিস্তানে যেন একটি অপরটির পরিপূরক।  কেননা, করাচির মতো শহরগুলোতে গ্রীষ্মকালে অত্যাধিক গরমের কারণে বিয়ের অনুষ্ঠান প্রায় অসম্ভব হয়ে ওঠে। পাকিস্তানে ডিসেম্বর ও জানুয়ারি মাসকে বিয়ের উপযুক্ত সময় ধরা হয়।  এর আগে-পাছেও কিছু কিছু বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে।

অন্যান্য পাকিস্তানিদের মতো এই সময়টাতে ললিউডের বিনোদন জগতেও যেন বিয়ের ধুম পড়ে যায়।  তবে বিয়ের সিজন শেষ হলেই যেন পাকিস্তানি বিনোদন জগৎ আবার নতুন করে শুরু হয়। তখন বছরজুড়ে তারকাদের বিয়ে সংক্রান্ত গুজব, ঘোষণা, ছবি ও ভিডিওতে ভরপুর থাকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

বিয়ের অনুষ্ঠান ও নতুন বিয়ের গুঞ্জনে পাকিস্তানি বিনোদন জগৎ যেন আবারও জমে উঠেছে।  প্রিয় তারকাদের এমন সংবাদে নেটপাড়াতেও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

আনমল বালোচ কি ললিউডের পরবর্তী কনে হতে চলেছেন?

আনমল বালোচ তার অসাধারণ অভিনয়ের জন্য পাকিস্তানি বিনোদন জগতে ইতোমধ্যে শক্ত জায়গা দখল করে নিয়েছেন।  বিশেষ করে ‘ইক্তিদার’ নাটকে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নিজের লাবণ্য, সৌন্দর্য এবং পেশাদারিত্বের জন্য দীর্ঘদিন ধরে ভক্তদের ভালোবাসা পেয়ে আসছেন আনমল।

সম্প্রতি অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় চলছে।

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিয়ে করতে চলেছেন আনমল। তার হবু স্বামীর নাম ওমর বেগ। পাকিস্তানের প্রখ্যাত এক মন্ত্রীর ছেলে ওমর পেশায় একজন বিত্তশালী ব্যবসায়ী।

যদিও আনমল এখনও তার ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন, তবে তার বিয়ের খবর ভক্তদের মধ্যে দারুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মনে করা হচ্ছে, একটি চমকপ্রদ আনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী তার বিয়ের ঘোষণা দেবেন, যেমনটি মাওরা হোকান এবং আমির গিলানি করেছিলেন!

ললিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ও কি বিয়ে করছেন?

‘পারিজাদ’ চরিত্রে অভিনয় করে পাকিস্তানি সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী আকবর।  দীর্ঘদিন ধরে অসাধারণ অভিনয় ও বিনম্র ব্যক্তিত্বের মাধ্যমে তিনি দর্শকদের মনে এ জায়গা অর্জন করেছেন। তাকে পাকিস্তানি বিনোদন জগতে মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে অন্যতম ভাবা হয়। অবশেষে এই অভিনেতাও নতুন জীবন শুরু করতে চলেছেন।

যদিও আহমেদ তার ব্যক্তিগত জীবন অনেকটাই গোপন রেখেছেন, তবে গুঞ্জন ছড়িয়েছে যে, তিনি ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন।

অভিনেতার সামাজিক যোগযোগমাধ্যম ঘাঁটাঘাটি ইতোমধ্যে তার ভক্ত-অনুরাগীরা আকবরের পাত্রী কে হতে পারেন তারও সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে তার পাত্রীর পেশায় একজন আইনজীবী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, নাম মাহাম বাতুল।

যদিও আহমেদ বা মাহাম কেউই এই গুঞ্জনের বিষয়ে এখনও মুখ খুলেননি।  তবুও ভক্তরা ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে দেখার জন্য অপেক্ষা করছেন। তবে চলতি মাসে তারা বিয়ের জন্য সময় বের করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

মাওরা হোকান এবং আমির গিলানি: স্বপ্নের বিয়ে

কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে হঠাৎ বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছেন মাওরা হোকান এবং আমির গিলানি।

‘সাবাত’ এবং ‘নীম’-এর মতো জনপ্রিয় নাটকে তাদের দারুণ রসায়ন ভক্তদের মনে দাগ কাটে।  এরপর ভক্তরা তাদের বিয়ের গুজব নিয়েও দারুণ উচ্ছ্বসিত ছিল।

সম্প্রতি লাহোর দুর্গে তাদের বিয়ের একটি ফুটোশুট সামনে আসতেই ভক্তরা চমকে যায়।  সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানান পাকিস্তানি বিনোদন জগতের বহু তারকারাও।

২০২০ সালে প্রথম পরিচয় হয় মাওরা হোকান ও আমির গিলানির দেখা করেছিলেন। এরপর তাদের সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মজাদার বিনোদন ভক্তদের হৃদয় জিতে নেয়।

তাদের বিয়ে ভক্তদের জন্য এক আনন্দের মুহূর্ত। কেননা তারা এই পর্দা জুটির বাস্তব জীবনেও সুখী পরিণতির জন্য প্রত্যাশা করছিলেন।

কুবরা খান ও গহর রশিদ: দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ের ঘণ্টা

অবশেষে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের বন্ধুত্বকে স্বামী-স্ত্রীর সম্পর্কে বাঁধলেন কুবরা খান ও গোহার রশিদ।

তাদের বন্ধুত্ব ভক্তদের প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে ‘জন্নত সে আগে’ নাটকে তাদের অবিশ্বাস্য রসায়ন অফ-স্ক্রীনেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন সৃষ্টি করে।

সম্প্রতি ইনস্টগ্রামে একটি রহস্যে ঘেরা ভিডিও শেয়ার করে তারা তাদের বিয়ের বার্তা ভক্তদের জানান।

এর কয়েকদিন পরেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  ইতোমধ্যে কুবরার বান্ধুবী মোমাল শেখের বাড়িতে তাদের ঢোলকি নাইট অনুষ্ঠিত হয়েছে। গোহার রশিদ সেসব মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টগ্রামে শেয়ার করে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি সেই রাতটিকে বিশেষ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, তাদের বিয়ের মূল অনুষ্ঠান সৌদি আরবে হবে। তাই ভক্তরা কুবরা এবং গোহরের প্রেমের গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews