বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছোট পর্দার উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে কাজে নয়, ব্যক্তিগত সমালোচনায় চর্চায় রয়েছেন তিনি। একটি ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবে ফেসবুক লাইভে এসে ভক্তদের মাঝে বিড়ম্বনার সৃষ্টি করেছিলেন এই অভিনেত্রী। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তবে নিজের ভুল বুঝতে পেরে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে আবারও ফেসবুকে ফিরেছেন সাদিয়া।
অল্প ক’দিন আগেও এক বিনোদন সাংবাদিকের নামে মিথ্যাচার করে আলোচনায় আসেন সাদিয়া। তার রেশ কাটতে না কটতেই, এসব খবরের মধ্যেই নাটকপাড়ায় বেশকিছু দিন ধরেই কানাঘোষা শোনা যাচ্ছে পরিচালক রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান ডুবে ডুবে জল খাচ্ছেন। এবার নেটিজেনরাও এ রকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস।
গত ২০ অক্টোবর ছিল রনির জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এর মধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রনি।
ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’
এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’
আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’
এদিকে, রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’
‘প্রিয়তমা’ শব্দ এবং সাদিয়ার এমন মন্তব্য যেন নেটগরিকদের সাহায্য করেছেন তাদের নিয়ে কথা বলতে। তাদের ধারণা সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ সম্বোধন করেছেন রনি। কেউ কেউ মন্তব্যের ঘরে সাদিয়া আয়মানকে মেনশন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শুরুতে ‘প্রেম’ প্রসঙ্গে কথা বলতে অনাগ্রহ জানান সাদিয়া আয়মান। কাজে আছেন জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’
প্রেমের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’
রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’ তবে অপর প্রশ্নের উত্তর না দিয়েই কেটে পড়েন এই আলোচিত অভিনেত্রী।