বিনোদন ডেস্ক : বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে ‘পাপমুক্ত’ নায়ক রাসেল মিয়ার নামে মামলা করেছেন স্ত্রী বর্ষা চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৯ নং কোর্টে বাদীর জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমী এ আদেশ দেন। পরে তা সবুজবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এ আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালে প্রথম বিয়ে সন্তান গোপন করে তৃতীয় বিয়ে করেন অভিযুক্ত রাসেল মিয়া। এছাড়া বর্ষা চৌধুরীকে বিয়ের সময় বরের ভাষ্যেমতে লেখা হয় প্রথম বিবাহ। যা আইনে ৪৯৬/৫০৬ ধারার আওতায় এ মামলাটি করা হয়। তবে জাতীয় প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনে রাসেল মিয়া তৃতীয় বিবাহের কথা স্বীকার না করলেও দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন।
রাসেল মিয়ার মামলাটি প্রসঙ্গে বর্ষা চৌধুরী বলেন, ‘বিয়ের সময় আমি বিধবা বলেই বিয়ের কাবিনে স্বাক্ষর করি। কিন্তু বরের ভাষ্যমতে রাসেল মিয়া প্রথম বিয়ে লিখেছেন। রাসেল মিয়া শুরু থেকেই আমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এর আগেও তিনি এতিম বলে পরিচয় দেন। কিন্তু এখন তার মা, বোন ও বোন-জামাই সম্মুখে এসেছেন।’
বর্ষা আরও বলেন, ‘মোটা অংকের টাকা আর আমার চরিত্র খারাপ দেখিয়ে জামিন নিয়েছে। কিন্তু যে ছবিগুলো আদালতে দাখিল করেছেন সেগুলি আমার শুটিং এবং বিভিন্ন সময়ে সাংবাদিকতায় বড় ভাইদের সঙ্গে তোলা ছবি। সেখানেও তিনি মিথ্যার আশ্রয় নিয়েছে রাসেল মিয়া। এছাড়াও সামাজিক মাধ্যমে নানান মিথ্যা বলে আমাকে মানুষ্যিকভাবে হেনেস্তা করছেন। এ নিয়ে আমি শিল্পী সমিতিসহ ডিবিতে অভিযোগ দায়ের করব।’
স্ত্রীর করা প্রতারণা মামলা নিয়ে রাসেল মিয়া রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামলার কাগজ পেলে আত্মসমর্পণ করব। এর আগেও করেছি। আইনির মাধ্যমে সবকিছু মোকাবেলা করব।’
যোগ করে তিনি আরও বলেন, ‘তিনি (বর্ষা) একের পর এক কেন মামলা করছেন আমি জানি না। শুনেছি আজ শিল্পী সমিতিতে গিয়েছে আমার সদস্যপদ বাতিলের জন্য। তার বিভিন্ন অপকর্ম জানার পর সংসার না করার সিদ্ধান্ত নিয়েছি। আইনের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হবে। আর সংসার করব না।’
এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়। গত ৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বলে রাখা ভালো, গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্যানেল পরিচিতির অনুষ্ঠানে রাসেল মিয়ার সঙ্গে বর্ষার পরিচয় হয়। মাত্র ১৭ দিনের পরিচয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। চলতি বছরের ১৭ মে তারা বিয়ে করেছেন।