1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

যে ঘটনার পর আর কোনোদিন হলে গিয়ে সিনেমা দেখেননি ববিতা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত হয়েছে
ববিতা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জননন্দিত অভিনেত্রী ববিতা। তার অভিনয় দক্ষতা, বাচন-ভঙ্গি আর রূপের মোহে সত্তর-আশির দশকের তরুণরা বুঁদ হয়ে থাকতেন। অদম্য এই নায়িকা বাংলা চলচ্চিত্রের সাদাকালো পর্দায় আলো ছড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে।

আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত এই অভিনেত্রী অনেক দিন ধরেই রূপালি পর্দার বাইরে রয়েছেন। বর্তমানে কানাডাতে ছেলে সঙ্গে থাকেন। তবে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এবারের ঈদ নাকি তিনি ঢাকাতেই করবেন।

এ বিষয়ে ববিতা গণমাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছেন। আগামী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নায়িকা বলেই ঈদ তার জীবনে নস্টালজিয়ার বৃষ্টি হয়ে নামে। কত শত স্মৃতি মনে ভেসে উঠে ববিতার। কৈশোর পেরুনো সেই বয়স থেকেই সিনেমায় কাজ করে আসছেন। ঈদে মুক্তি পেত সিনেমা। সেসব সিনেমা নিয়ে চলতো উৎসব। এখন আর সেই দিন নেই। সিনেমাও করেন না ববিতা।

তবে এখনো সিনেমা মুক্তি পায় আগের মতোই। নতুন প্রজন্মের তারকাদের এসব সিনেমা কি হলে গিয়ে দেখা হয় ববিতার? নায়িকার জবাব, ‘না’। তিনি বেশ দীর্ঘ সময় ধরেই হলে গিয়ে সিনেমা দেখেন না। কিন্তু কেন? কি সেই রহস্য? জানালেন ববিতা।

কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, ‘ঠিক কতো বছর আগে সর্বশেষ নিজের অভিনীত সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছি তা আজ আর মনে নেই। যখন চারিদিকে আমার সিনেমার জয় জয়কার, আমার সিনেমাগুলো মুক্তি পেলেই খুব ভালো ব্যবসা করত তখন হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেছি। সেই মজাটাই ছিল আলাদা। তবে আজ মনে পড়ছে একবার আমার অভিনীত একটি সিনেমা হলে দেখতে গিয়ে দর্শকের কাছে ধরা পড়েছিলাম। আমি বোরকা পড়ে মুখ ঢেকে সিনেমা হলে গিয়েছিলাম। মুখ ঢাকা থাকলেও হাত তো আর ঢাকা থাকত না।

এক দর্শক আমার হাত দেখেই বুঝে ফেলেছিলেন যে আমি ববিতা। পরবর্তীতে আমাকে এক নজর দেখার তার আকুতি মিনতির কাছে আমি হার মেনে যাই। মুখ থেকে কাপড় সরিয়ে তার সঙ্গে কথা বলতে হয়। যদিও বিষয়টা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিল। কিন্তু নিরাপত্তার একটা ভয়ও ছিল। পুরো প্রেক্ষাগৃহে জানাজানি হলে তো বিপদ। অবশেষে বের হতে পেরেছিলাম। কিন্তু এরপর থেকে আমার আর সিনেমা হলে যাওয়া হয়নি।’

সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসা সফল হয়েছে কিন্তু সেসব সিনেমা হলে গিয়ে দেখা হয়ে উঠেনি ববিতার। তিনি বলেন, ‘ভক্তদের জন্যইতো আমরা ভালো ভালো সিনেমাতে অভিনয় করি। সেসব সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করেন। তাই দর্শকের প্রতি আজীবন ভালোবাসা আমার। এই যে এখনো দর্শকের আমাকে নতুন সিনেমায় অভিনয়ে দেখার প্রবল আগ্রহ, এটাই কিন্তু অনেক বড় বিষয়। সেদিনের স্মৃতিটাও আমার কাছে আনন্দের, স্পেশাল।’

ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাতে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews