1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:
আসন্ন নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত : সানেমের জরিপ যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও এটা সম্পর্কে জানে না : মির্জা আব্বাস নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে : সিলেটে মির্জা ফখরুল মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাল চার হাজার মানুষ অল্প খরচে বাংলাদেশিদের ‘দুবাই গোল্ডেন ভিসা’ পাওয়ার দারুণ সুযোগ ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা দেশের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা ছুটির দিনগুলোয় আমি খুব কাঁদি : রাশমিকা বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি, কিন্তু কেন? সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও এটা সম্পর্কে জানে না : মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও এটা সম্পর্কে জানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৭ জুলাই) সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একেক রাজনৈতিক দল একেক সময় একেক কথা বলছে, একই দল বারবার বলছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না। আবার বলছে পিআর পদ্ধতি—এই নাম বাংলাদেশের মানুষ শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলা হয়, পিআর পদ্ধতি কী এটা বাংলাদেশের মানুষ শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না।’

মির্জা আব্বাস বলেন, ‘পৃথিবীর ৮০টা দেশে পিআর পদ্ধতি আছে। এই ৮০ দেশের পিআর পদ্ধতি ৮০ রকম। সুতরাং যারা পিআর নিয়ে কথা বলেন, একটু পিআর নিয়ে পড়াশোনা করেন। পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না, ভাই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সর্বোচ্চ প্রচলিত প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছেন, সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে দেশের কোনো কিছুর প্রয়োজন হবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভেতরে আওয়ামী লীগের আমলারা যা করছে, তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না এবং আমরা এসব আমলাকে প্রতিহত করব। অতঃপর আমরা নির্বাচন আদায় করব।’

আব্বাস বলেন, ‘হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা, প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে। যারা এখনো ষড়যন্ত্র করছে। যারা চাচ্ছে না সুষ্ঠু নির্বাচন হোক। এরা চাচ্ছে না আমরা যে এই ১৭ বছর আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফসল ভোট।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি। সেই ভোট এবং গণতন্ত্র এরা ফিরিয়ে দিতে চায় না। একশ্রেণির লোক আছে, ক্ষমতার গদিতে বসে যারা নির্বাচনকে কীভাবে পিছিয়ে, কীভাবে নির্বাচন না দিয়ে অনেকদিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টা তারা করছে।’

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews