1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সর্বশষ সংবাদ:
প্রকৃত ঘটনাকে আড়াল করে খণ্ডিত ছবি প্রকাশ কোনোভাবেই প্রত্যাশিত নয় একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে: জামায়াত সেক্রেটারি ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা মৃত বাবার পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে সুদান ম্যাচ হচ্ছে না, কাদের বিপক্ষে খেলে প্রস্তুতি নেবে বাংলাদেশ? স্পর্শিয়ার প্রেমে মজেছেন দুই সহোদর! ‘শহিদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক’ স্লোগানে উত্তাল শাহবাগ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ

মৃত বাবার পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
পাকিস্তানের সিন্ধ হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে। এমন রায় দিয়েছেন পাকিস্তানের সিন্ধ হাইকোর্ট। তালাকপ্রাপ্ত মেয়ে পুনরায় বিয়ে না করা পর্যন্ত তিনি এ সুবিধা পেতে থাকবেন বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

রায়ে সিন্ধ হাইকোর্ট (এসএইচসি) বলেছে, তালাকপ্রাপ্ত কন্যারাও তার মৃত বাবার মাসিক পেনশন থেকে অংশ পাওয়ার অধিকারী হবেন, যতক্ষণ না তিনি পুনরায় বিয়ে করছেন।

রায়ে আরও উল্লেখ করা হয়েছে, পেনশনভোগী মৃত ব্যক্তিদের তালাকপ্রাপ্ত এবং বিধবা কন্যাদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ১৯৮৩ সালে পেনশন নিয়ম আরও উদারীকরণ করে এবং তারপর তালাকপ্রাপ্ত কন্যাদের মর্যাদাও অবিবাহিত কন্যাদের সমান করা হয়।

দ্য ডন বলেছে, তালাকপ্রাপ্ত এক নারীর আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি মোহাম্মদ করিম খান এবং বিচারপতি নিসার আহমেদ ভানভ্রোর সমন্বয়ে গঠিত দুই বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিবাদী কর্তৃপক্ষকে মৃত পেনশনভোগীর মাসিক পেনশনের একটি অংশ আবেদনকারী সারওয়াত গাজী উদ্দিনের তালাকপ্রাপ্ত কন্যা এবং অন্যান্য অবিবাহিত-বিধবা কন্যাদের তাদের ভাগ অনুযায়ী চার মাসের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেন।

আবেদনকারী ওই নারী গত বছর প্রাদেশিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএইচসিতে আবেদন করেছিলেন এবং বলেছিলেন, তার বাবা ১৯৯০ সালে কলেজ শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন এবং ২০২৩ সালের জানুয়ারিতে মারা যান।

তার যুক্তি ছিল, তালাকপ্রাপ্ত কন্যা হওয়ায় তিনি এবং একজন অবিবাহিত কন্যা (আবেদনকারীর বোন) সমান ভাগে মাসিক পেনশন পাওয়ার অধিকারী এবং বিবাদীদের সেই অনুপাতে তা দেওয়ার নির্দেশনাও চেয়েছিলেন তিনি।

সেই অনুযায়ী শুনানির পর আদালত এ আদেশ দেন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews