স্পোর্টস ডেস্ক : ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে ‘নৈতিক হয়রানির’ অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে এপি।
গত মাসে প্যারিস প্রসিকিউটরের দপ্তর জানিয়েছিল, এমবাপ্পে ক্লাবটির বিরুদ্ধে আইনি অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগের তদন্তও শুরু হয়েছে। তবে এবার জানা গেল, পুনর্মিলনের একটি ‘ইচ্ছার বার্তা’ হিসেবেই তিনি মামলা তুলে নিয়েছেন।
জানা যায়, যদিও নৈতিক হয়রানির মামলাটি প্রত্যাহার করা হয়েছে, তবু এখনো চলমান রয়েছে এমবাপ্পের দাবিকৃত ৫৫ মিলিয়ন ইউরো (৬১ মিলিয়ন ডলার) বকেয়া বেতনসংক্রান্ত একটি আর্থিক মামলা, যা ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে চলমান।
এমবাপ্পে অভিযোগ করেছিলেন, ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে পিএসজি তাকে মূল দল থেকে আলাদা করে ‘লোফটিং’ নামে পরিচিত একটি প্রথার আওতায় রেখেছিল।
ফ্রান্সে ‘লোফটিং’ বলতে বোঝায়, কোনো খেলোয়াড়কে খেলার বাইরে রেখে প্রশাসনিক বা শাস্তিমূলক কারণে তাকে একঘরে করে রাখা।
তিনি এই ‘অপমানজনক আচরণে’ ক্ষুব্ধ হয়ে ক্লাবটির বিরুদ্ধে মামলা করেন।
এদিকে ২০২৩ সালের জুনে এমবাপ্পে ক্লাবটিকে জানিয়ে দেন যে, তিনি তার চুক্তির অতিরিক্ত এক বছরের অপশনটি নেবেন না। এতে পিএসজি বিপাকে পড়ে যায়, কারণ তারা চেয়েছিল তাকে বিক্রি করতে, যাতে ফ্রি ট্রান্সফারে ক্লাব না ছাড়েন তিনি।
সেই সময় আল-হিলাল থেকে প্রাপ্ত ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রত্যাখ্যান করেন এমবাপ্পে। এরপরও মৌসুমে তিনি পিএসজির হয়ে মাঠে ফেরেন, যদিও শেষ দিকে কিছু সমর্থক তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তাকে বিদায় জানায়।
সবশেষে, ২০২৪ সালের গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন।
পিএসজির হয়ে তিনি ৭ বছরে মোট ২৫৬ গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নেন।